অনলাইন ডেস্ক ॥ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে প্রবল বাতাসের তোড়ে ভোলায় মেঘনা নদীতে বালিভর্তি দুটি কার্গো ডুবে চার শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে সদরের ইলিশা এলাকায় ভোলা শহর রক্ষা বাঁধের কাছে কার্গো ডুবির এ ঘটনা ঘটে বলে জানান ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির।
তিনি বলেন, একই জায়গায় বালি ভর্তি কার্গো দুটি ডুবে যায়। এতে ওই দুই কার্গোতে থাকা চার শ্রমিক নিখোঁজ রয়েছেন। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আকবার বলেন, “কার্গো দুটিতে শহর রক্ষা বাঁধ রক্ষায় জিওব্যাগে ভরার ভিটি বালু (লোকাল স্যান্ড) আনা হয়েছিল।
Be the first to comment on "ঝড়ে মেঘনায় দুটি কার্গো ডুবি নিখোঁজ ৪"