নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে কবরস্থান থেকে মজিদ সিকদারের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাথুলীসাধী গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা মজিদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত মজিদের স্ত্রী কুলসুম বেগম বলেন, আমার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিল। রাতের কোন এক সময় আমার অজান্তে ঘুম থেকে উঠে বাহিয়ে যায়। ভোরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে কবরস্থানের একটি গাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে বাসাইল থানার (এসআই) ফরিদ উদ্দিন জানান, স্থানীয়রা কবরস্থানে মজিদের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
Be the first to comment on "টাঙ্গাইলের বাসাইলে কবরস্থান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার"