নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এমএল লাল পতাকার এক নেতাসহ দুই চরমপন্থি নিহত হয়েছেন।
বুধবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১টার পর উপজেলার যুগনী হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, এমএল লাল পতাকার নেতা ফজল ড্রাইভার (৪০) ও কর্মী উজ্জ্বল (৩৫)। ফজল ড্রাইভারের বিরুদ্ধে ২০টি হত্যা মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
এদিকে, বন্দুকযুদ্ধের সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-১২ এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১টার দিকে যুগনী হাটখোলা গ্রামে চরমপন্থিরা গোপন বৈঠক করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব।
এ সময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করতে শুরু করে। আত্নরক্ষার্থে র্যাব পাল্টা গুলি ছুড়লে দুইপক্ষের বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়, বাকিরা পালিয়ে যায়।

Be the first to comment on "টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত"