শিরোনাম

টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত

নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এমএল লাল পতাকার এক নেতাসহ দুই চরমপন্থি নিহত হয়েছেন।

বুধবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১টার পর উপজেলার যুগনী হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, এমএল লাল পতাকার নেতা ফজল ড্রাইভার (৪০) ও কর্মী উজ্জ্বল (৩৫)। ফজল ড্রাইভারের বিরুদ্ধে ২০টি হত্যা ‍মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।

এদিকে, বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-১২ এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১টার দিকে যুগনী হাটখোলা গ্রামে চরমপন্থিরা গোপন বৈঠক করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব।

এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করতে শুরু করে। আত্নরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে দুইপক্ষের বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়, বাকিরা পালিয়ে যায়।

basic-bank

Be the first to comment on "টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত"

Leave a comment

Your email address will not be published.


*