নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দরিদ্রদের সহায়তার জন্য সরকারী কর্মসূচি টিআর ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) বরাদ্দের ৮০ শতাংশই চুরি হয়। ৩০০ কোটি টাকা বরাদ্দ হলে এর অর্ধেক যায় এমপিদের (সংসদ সদস্য) পকেটে। বাকি ১৫০ কোটি টাকার সিংহভাগ যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাদের পকেটে। এ দুর্নীতিকে আমরা চোখ বন্ধ করে প্রশ্রয় দিয়ে যাচ্ছি।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনের সম্মেলন কক্ষে ‘গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভলপমেন্ট সামিট ২০১৬’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পিকেএসএফ সভাপতি ও ডেভেলপমেন্ট সামিট বাংলাদেশের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। স্বাগত বক্তব্য দেন এমিনেন্স আ্যসোসিয়েটস ফর স্যোশাল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শামীম হায়দার তালুকদার।
অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, সব এমপিই হয়তো চুরি করেন না। কিন্তু বেশির ভাগ এমপিই এ কাজটি করেন। এটি বন্ধের জন্য উন্নয়ন বাজেটের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের বাজেটে দেয়া উচিত। এতে উন্নয়ন বৈষম্য কমে আসবে বলে মনে করেন তিনি। মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ভিক্ষুকদের নিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেক মানুষকে সক্ষম হতে হবে। গরীব উৎপাদনের কাঠামোগত পরিবর্তন আনতে হবে। তা না হলে সামাজিক নিরাপত্তা খাতে যতই বরাদ্দ দেয়া হোক; কোনো কাজে আসবে না।
সভাপতির বক্তব্যে ড. কাজী খলীকুজ্জমান আহমেদ বলেন, সমন্বিত প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক কর্মকা- বাড়াতে হবে। অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ যত বাড়বে, বৈষম্য তত দূর হবে। এর ফলে উনন্নয় টেকসই হবে। তিনি বলেন, শতাংশের দিক থেকে দারিদ্র নিরসনে অগ্রগতি হলেও দেশে এখনো সাড়ে তিন কোটি দরিদ্র এবং দুই কোটি অতিদরিদ্র মানুষ রয়েছে। এখন দারিদ্রের বহুমাত্রিকতা মাপতে হবে। এসডিজি বাস্তবায়নে নিজস্ব চিন্তা চেতনা থাকতে হবে। এছাড়া নীতি কৌশল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরী বলেও জানান কাজী খলীকুজ্জমান।
Be the first to comment on "টিআর-কাবিখা বরাদ্দের অর্ধেকই এমপিদের পকেটে : তথ্যমন্ত্রী"