নিউজ ডেস্ক: দেশের সকল সরকারি ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের পাঠ্যক্রম, পরীক্ষাগ্রহণ ও পরিচালনা পদ্ধতির নথিপত্র তলব করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তা দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে করা একটি লিভ টু আপিলের শুনানি মুলতবি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।
পরে আমাতুল করিম সাংবাদিকদের জানান, ২০০৮ সালের ১৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারের একাংশে বলা হয়, সরকারি টিচার্স কলেজ থেকে বিএড প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক।
এই সাকুর্লারের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালের ২৩ জুলাই বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও সাতক্ষীরার হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নাজিরুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন।
২০১৩ সালের ১১ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ এ সংক্রান্ত রুল নিস্পত্তি করে রায় দেন। রায়ে বলা হয়, এই সার্কুলারের মাধ্যমে বেসরকারি টিচার্স ট্রেনিংগুলোর অধিকার খর্ব করা হয়েছে। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে শিক্ষা মন্ত্রণালয়।
Be the first to comment on "টিচার্স ট্রেনিং কলেজের পরিচালনা পদ্ধতির নথি তলব"