শিরোনাম

টিভি চ্যানেলের আড্ডায় মাহি-অপু দম্পতি

নিউজ ডেস্ক : বহুল আলোচিত বিয়ের পর এবার একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে আড্ডায় আসছেন নবদম্পতি অভিনেত্রী মাহিয়া মাহি এবং মাহমুদ পারভেজ অপু। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের ‘কেমেস্ট্রি’ অনুষ্ঠানে এই দম্পতি জানাবেন তাদের বৈবাহিক জীবনের ‘কেমিস্ট্রির’ কথা।

 রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন। ২১ জুন অনুষ্ঠানটির রেকর্ডিং হবে মাছরাঙা টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে। প্রচারিত হবে মাছরাঙার ঈদ অনুষ্ঠান মালায়। স্বামী অপুকে নিয়ে অনুষ্ঠানটিতে আসতে পেরে দারুণ খুশি মাহি। তবে মাহির চেয়ে অপুর উচ্ছ্বাস আরো বেশি। মাহি বলেন, আমার চেয়ে আমার অপুর এ অনুষ্ঠানে অংশ নেয়া নিয়ে বেশ চিন্তা তবে তার ভেতর একটা উত্তেজনাও কাজ করছে। সে কি কাপড় পরবে কিংবা ক্যামেরার সামনে কি প্রশ্নের উত্তর দেবে এসব বিষয় নিয়ে দ্বিধায় পড়েছে। তাছাড়া অপু কিছুটা চুপচাপ স্বভাবের মানুষ। আমি বিষয়টি বেশ ইনজয় করছি। প্রসঙ্গত, ‘কেমিস্ট্রি’ অনুষ্ঠানটি প্রতি ঈদে প্রচারিত হয়। সেখানে দেশের বড়মাপের তারকারা হাজির হন, আড্ডা দেন। এছাড়া নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানাদিক সম্পর্কে আলোচনা করেন। এর আগে এই অনুষ্ঠানে হাজির ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, ববি, জয়া ছাড়াও ক্রিকেটার সাকিব, তামিমসহ আরো অনেকে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "টিভি চ্যানেলের আড্ডায় মাহি-অপু দম্পতি"

Leave a comment

Your email address will not be published.


*