নিউজ ডেস্ক॥ আলোচিত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সব ধরনের স্থানীয় ঠিকাদারি বিল বন্ধের নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেন থাকবে বলে গণপূর্ত মন্ত্রণালয় এরই মধ্যে নির্দেশনা দিয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্পে কেনাকাটার নামে কোটি কোটি টাকা লোপাটের তথ্য ফাঁসের পর এ নিয়ে সারাদেশে চলছে আলোচনা সমালোচনা।
Be the first to comment on "ঠিকাদারি বিল বন্ধের নির্দেশ, দুই তদন্ত কমিটি"