নিজেস্ব প্রতিবেদক : ডাক্তার-নার্সদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আইনজীবী মনজিল মোরসেদ এই রিট আবেদন করেন। পরে মনজিল মোরসেদ জানান, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করে তাদের জীবন রক্ষায় জনস্বার্থে এই রিট আবেদন করা হয়েছে।
রিটে সংশ্লিষ্ট্র কলেজ ও মন্ত্রণালয়ের ২৩ জনকে বিবাদী করা হয়েছে। এছাড়া ধর্মঘটের পেছেনে যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে তিনসদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে ডাক্তার/নার্সরা ডিউটিকালীন সময় ধর্মঘট বা কর্মবিরতি করেন কি না প্রতিসপ্তাহে দুইবার তা পরিদর্শন করতে নির্দেশনা জারি আবেদন করা হয়েছে।
মনজিল মোরসেদ জানান, বিভিন্ন সময়ে ডাক্তার/নার্সরা ধর্মঘট ও কর্মবিরতি পালন করে। হাসপাতালে ডাক্তার ও নার্সদের এসব কর্মসূচির ফলে বিভিন্ন হাসপাতালে রোগীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থা বিবেচনায় নিয়ে হাইকোর্টে রিট করা হয়।

Be the first to comment on "ডাক্তার ও নার্সদের আন্দোলন বন্ধে রিট"