নিজস্ব প্রতিবেদক : ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদ নিখোঁজ হয়েছেন বলে থানায় জিডি করেছে পরিবার। ধানমন্ডি থানার উপ পরিদর্শক খায়রুল জানান, হাসান খালেদের শ্যালক শরীফুল আলম ধানমন্ডি থানায় এই সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়েছে, তিনি শনিবার সকালে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। ৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিস। ধানমন্ডি থানার ওসি নূরে আজম মিয়া বলেন, ‘পুলিশ হাসানকে খুঁজে বের করার চেষ্টা করছে।’ গত ২৫ বছর ধরে তিনি আমদানি-রপ্তানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত। যাদের হাত ধরে ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠিত হয়, তাদের মধ্যে হাসান খালেদ অন্যতম। বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বাণিজ্যের উন্নয়নে ট্রেড ফ্যাসিলিয়েটর হিসেবেও তিনি কাজ করেছেন।
ডাচ-বাংলা চেম্বারের সভাপতি ‘নিখোঁজ’

Be the first to comment on "ডাচ-বাংলা চেম্বারের সভাপতি ‘নিখোঁজ’"