নিউজ ডেস্ক : নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই তরুণের মৃত্যু হয়েছে। উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের চিলাহাটি-সৈয়দপুর রেললাইনের মীরগঞ্জ স্টেশন সংলগ্ন ব্রিজ এলাকায় আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আতাউর রহমান সাজু জানান, দুই তরুণের মধ্যে একজনের বয়স ১৮ এবং অপরজনের ১৬ হবে। তাদের পরিচয় জানা যায়নি। লাশ দেখতে লোকজন ভিড় করছে বলে জানান তিনি।
রেলপুলিশ (জিআরপি) সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। লাশ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Be the first to comment on "ডোমারে ট্রেনে কাটা পড়ে ২ তরুণের মৃত্যু"