নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সায়েদাবাদ রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগযোগ বন্ধ রয়েছে।
সোমবার সকাল ৯টায় মালবাহী ওই ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিরাজগঞ্জ হয়ে উত্তরবঙ্গ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইকবাল জানান, পাথর বোঝাই মালবাহী ওই ট্রেনটি কুষ্টিয়ার দর্শনা থেকে যমুনা সেতু এলাকায় আসছিল। এসময় ট্রেনটি সয়দাবাদ স্টেশনের কাছে পৌঁছালে এর ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরো জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন হাড়িয়াল রওয়ানা হয়েছে। রিলিফ ট্রেন আসার পর উদ্ধার প্রক্রিয়া শুরু হবে।
Be the first to comment on "ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ"