শিরোনাম

ঢাকায় আইপিইউ সম্মেলন উপলক্ষে শাহজালালে চার স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বাড়তি নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরে শুধুমাত্র বিদেশগামী যাত্রীদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। যাত্রীদের সাথে আসা আত্মীয়-স্বজন কিংবা দর্শনার্থীদের ভেতরে ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৫ এপ্রিল অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে ঢাকায় আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি।

জানা গেছে, আগামী ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ১৩৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন করবেন।

আয়োজক দেশ হিসেবে সম্মেলনের সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসসানুল গনি চৌধুরী জানান, ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে। আইপিইউ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিথিরা নিরাপদে ফিরে যাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে ।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এএসপি (মিডিয়া) তারেক আহমেদ সিদ্দিক জানান, আইপিইউ’র ১৩৬তম সম্মেলনের বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি আরো বলেন, তিন শিফটে বিমানবন্দরে ১২শ’ ফোর্স দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ঢাকায় আইপিইউ সম্মেলন উপলক্ষে শাহজালালে চার স্তরের নিরাপত্তা"

Leave a comment

Your email address will not be published.


*