শিরোনাম

তনুকে নিয়ে সর্ট ফিল্ম

নিউজ ডেস্ক: কুমিল্লা সেনানিবাস এলাকায় নিহত সোহাগি জাহান তনু এখন স্বল্পদৈর্ঘ্য ভিডিওচিত্রে। যেখানে তনু (প্রতীকী অর্থে) তার জমে থাকা কষ্টের কথা ভাইকে জানিয়েছেন। জানিয়েছে কীভাবে হায়নার দল তাকে নির্মমভাবে হত্যা করেছে।

জেসন সোহেলের রচনায় ও পরিচালনায় ‘আমি তনু’ ভিডিওচিত্র তনুর হৃদয় ভরা কান্না আর পৃথিবীর প্রতি ঘৃণা এভাবেই ফুটে উঠেছে।
সাত মিনিটের ভিডিওচিত্রে মূল বার্তাটি ছিলো, এই গল্প একজন বোনের নয়, হাজারো বোনের, যাদের সাথে এই অন্যায়-অবিচার। বোনরে বোন আমার, ক্ষমা করিস আমাদের, আমরা সেই হতভাগা ভাই, যারা তোদের সম্মান দিতে পারিনি, পারিনি রক্ষা করতে। বিবেক আমাদের এখানো জাগ্রত হয়নি বোন। হা তবে বদলে যাবে একদিন। আমরাই বদলে দেবো সব।

‘আমি তনু’ ভিডিওচিত্রে তনু চরিত্রে অভিনয় করেছেন জেসমিন জেসি ও ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আল আমিন রুবেল। ছবিটির চিত্রগ্রহণ করেছেন মোস্তাক মোরশেদ এবং এর কারিগরি সহযোগিতায় ছিলেন ডার্ক সেডো।

Print Friendly, PDF & Email
basic-bank

1 Comment on "তনুকে নিয়ে সর্ট ফিল্ম"

  1. Verry good news

Leave a comment

Your email address will not be published.


*