শিরোনাম

তনুর বাবা-মাকে সিআইডির জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাসহ পরিবারের পাঁচ সদস্যকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে নেওয়া হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের সিআইডি কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান। তিনি বলেন, ‘আসামিদের শনাক্ত করতে তনুর বাবা-মার সঙ্গে কথা বলা জরুরি ছিল। এই প্রথম তাদের সেনানিবাসের বাইরে এনে স্বাধীন এবং মুক্তভাবে জিজ্ঞাসাবাদ করছি।’
তবে মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। এর আগে তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইব্রাহিম গাজীসহ সিআইডির তদন্তকারীরা বেলা ১২টার দিকে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন একটি রেস্টুরেন্টে বৈঠক করে। এ সময় সেখানে তাদের সঙ্গে যোগ দেন ঢাকা থেকে আসা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আখন্দ।
বৈঠক শেষে তারা সেনানিবাসে প্রবেশ করেন এবং প্রায় দুই ঘণ্টা সেনানিবাসের ভেতরেই অবস্থান করেন। পরে বেলা আড়াইটার দিকে সিআইডির দলটি জিজ্ঞাসাবাদের জন্য তনুর মা, বাবা, দুই ভাই ও খালাত বোন নাইজুকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে নিয়ে যায়। গত ২০ মার্চ খুন হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সকালে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা ইয়ার হোসেন ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। সে সুবাদে তনুরা অনেকদিন ধরেই সেনানিবাস এলাকায় বসবাস করছেন। তনুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে পুরো দেশ। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে।

basic-bank

Be the first to comment on "তনুর বাবা-মাকে সিআইডির জিজ্ঞাসাবাদ"

Leave a comment

Your email address will not be published.


*