নিউজ ডেস্ক: টানা ১০ দিনের তাপপ্রবাহের মধ্যে বেশিরভাগ স্থানে বৃষ্টির দেখা না মিললেও দুয়েক জায়গায় বৃষ্টির কারণে কমতে শুরু করেছে তাপমাত্রা।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস; ঢাকায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আর্দ্রতাও বাড়ছে; রোববার আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
এদিন সিলেটে ১৫৩ মিলিমিটার, শ্রীমঙ্গলে ২১ মিলিমিটার, রাজশাহীর তাড়াশে ৬ মিলিমিটার, টাঙ্গাইলে ৪৪ মিলিমিটার, ময়মনসিংহে ১ মিলিমিটার এবং ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
গত ৭ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে, যার বিস্তার ঘটে রাজশাহী, খুলনা, রংপুর ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে।
এরই মধ্যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

Be the first to comment on "তাপমাত্রা কমছে"