নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ বলেছেন, তারেক যে দুর্নীতিবাজ এ রায়ের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার মসজিদের ইমামদের কর্মশালা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আগে যে রায় হয়েছিল, বিচারপতিকে প্রভাবিত করে অর্থের বিনিময়ে তা করা হয়েছিল।
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর বক্তব্যের বিষয়ে হানিফ বলেন, তার মানে কি তারেক নিরপরাধ? তার বিরুদ্ধে সিঙ্গাপুর সরকার মামলা করেছিল। সিঙ্গাপুর সরকারসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতেই এ রায় হয়েছে।
Be the first to comment on "তারেক যে দুর্নীতিবাজ তা প্রমাণিত"