শিরোনাম

তীব্র যানজটের কবলে রাজধানীবাসী

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় তীব্র যানজটের কবলে পরেছে নগরবাসী। ২৯ আগস্ট সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানী জুড়ে ব্যাপক যানজট দেখা গেছে।

জানা যায়, রাজধানীর রামপুরা, কাকরাইল, বাড্ডা লিংক রোড, বনানী, মহাখালী, ফার্মগেট, মিরপুর ১০নংসহ বিভিন্ন সড়কের প্রতিটি পয়েন্টে ছিলো তীব্র যানজট। বেলা গড়াতে গড়াতে জ্যাম আরো বাড়তে থাকে। জ্যামের কারণে সাধারণ মানুষের চলাফেরা, অফিসসহ স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টের ভুক্তভোগী পথচারীরা জানান, সোমবার সকাল থেকেই রাজপথে তীব্র যানজট ছিলো। সকাল ১০টার পর থেকে এ যানজট আরও দীর্ঘ হতে থাকে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন জায়গায় জানযটের খবর পাওয়া গেছে। কাজেই বোঝা যাচ্ছে অফিস ফেরত মানুষকে আজ যানজটের ঝক্কি পার করেই বাড়েতে ফিরবেন।

বাড্ডা-নতুন বাজার সড়ক এমনিতেই জ্যামের জন্য বিখ্যাত। সেখানকার পথচারিরা জানান, সোমবার সকাল থেকে হাতিরঝিল এলাকা থেকে বের হয়ে প্রতিটি রাস্তাই ব্যাপক যানজট লেগে আছে। কুড়িল বিশ্ব রোড থেকে নতুন বাজার, নর্দা হয়ে বাড্ডা, রামপুরা ব্রিজ পর্যন্ত গাড়ি একপ্রকার চলছেই না। অনেকে হেঁটেই যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। রাজধানীর শাহবাগ মোড় থেকে ফার্মগেট মহাখালি পর্যন্ততো গাড়ি চলছেই না।

নিউমার্কেট ও ধানমন্ডি-কলাবাগান এলাকাতেও ব্যাপক যানজট। আজ সকালে কাকরাইল থেকে ধানমন্ডি যেতে সময় লেগেছে দুইঘণ্টা। যানজটে নাকাল মিরপুর ১, ২, ১০ ও কালশীগামী গাড়িগুলোও। দুপুরে যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরা আসতে সময় লেগেছে ১ ঘণ্টা। যানজটের এই চিত্র পুরো রাজধানী জুড়েই।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "তীব্র যানজটের কবলে রাজধানীবাসী"

Leave a comment

Your email address will not be published.


*