নিউজ ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত দিয়ারবাকরি শহরে বোমা বিস্ফোরণে সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বিবিসি বলছে, একটি বাস স্টেশনে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পাশ দিয়ে যাওয়া পুলিশবহনকারী অপর একটি গাড়ির কাছে বিস্ফোরিত হলে পুলিশ কর্মকর্তারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি।
তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান এই ঘটনাকে ‘সন্ত্রাসীদের’ হামলা বলে অভিযোগ করেছেন।
তুর্কি সেনা বাহিনী ওই অঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
গেল বছরের জুলাইয়ে পিকেকে ও তুর্কি সরকারের মধ্যে চলা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়। আর এরপর থেকেই অঞ্চলটিতে সংঘাত-সহিংসতা বেড়ে গেছে।
পিকেকে-এর বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর উপর প্রায়ই হামলা চালায়। আর তুর্কি নিরাপত্তা বাহিনীও কুর্দি অধ্যুষিত শহরগুলোতে পিকেকে-এর সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
ওয়াশিংটন সফররত তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এই বোমা বিস্ফোরণের পর বলেন, “সন্ত্রাসী সংগঠনটি এই হামলার মাধ্যমে তাদের জঘন্য চেহারাই প্রকাশ করলো।”
তিনি আরো বলেন, “আমরা আর সহ্য করবো না। ইউরোপিয়ান দেশসমূহ এবং অন্যান্য রাষ্ট্র এসব হামলার মধ্যদিয়ে পিকেকেসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর আসল চেহারা দেখতে পাবে বলে আমি আশা করি।” এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগোলু দিয়ারবাকরি সফরের একদিন আগে এই হামলা চালানো হল।
তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইয়ে জোটভুক্ত দেশগুলোর একটি তুরস্ক। দেশটিতে আইএস জঙ্গিগোষ্ঠীও হামলা চালিয়েছে

Be the first to comment on "তুরস্কে বোমা বিস্ফোরণে সাত পুলিশ কর্মকর্তা নিহত"