নিউজ ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দু’সপ্তাহ পর আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার বলেন, পরামর্শের জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, তুরস্ক এখনো রাষ্ট্রদূতকে প্রত্যাহার বিষয়ে কিছু জানায়নি।
মন্ত্রী বলেন, অন্য দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের বর্তমান সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে একাত্তরের আল বদর নেতা নিজামীর ফাঁসির নিন্দা না জানানোয় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বিবৃতি দেন।
দিল্লি তুরস্কের রাষ্ট্রদূত বুরাক আকচাপার গত সপ্তাহে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিজামীকে ফাঁসি দিয়ে বাংলাদেশ বড় ধরনের ভুল করেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দাবি করেন, তুরস্কের সাথে সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। সম্পর্ক স্বাভাবিক, অসুবিধা নেই।
Be the first to comment on "তুরস্ক থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ঢাকা"