নিউজ ডেস্ক: বাংলাদেশকে অতিরিক্ত আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে ভারত সরকারকে জানিয়ে দিয়েছেন, মনারচক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হলে তাদের সরকারের কোনো আপত্তি নেই। শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করেন।
ত্রিপুরার সিপাহিজলা জেলার মনারচকে ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (নিপকো) গড়ে তোলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। ২০০২ সালে প্রকল্পের স্থাপনা শুরু হলেও চলতি বছরের জানুয়ারিতে প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হয়। কিন্তু প্রাকৃতিক গ্যাসের অভাবে মুখ থুবড়ে পড়েছে ১০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ প্রকল্প।
গ্যাস সরবরাহকারী সংস্থা ভারত সরকারেরই রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের (ওএজিসি) সঙ্গে নিপকোর টানাপোড়েন চলছেই। বিদ্যুৎমন্ত্রী মানিক দে এ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন। তাই তিনি বলেন, ‘গোটা বিষয়টিই নির্ভর করছে ভারত সরকারের ওপর। কারণ ওরা গ্যাস না দিলে তো মনারচকই চালু হবে না।’
মানিক দে আরো বলেন, ‘ভারত সরকার থেকে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশকে মনারচক থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হলে ত্রিপুরার কোনো আপত্তি আছে কিনা। আমরা জানিয়ে দিয়েছি, আমাদের কোনো আপত্তি নেই। পুরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎই বাংলাদেশকে দেয়া যেতে পারে।’
তিনি জানান, প্রতিশ্রুতি মতো পালাটানা থেকে দৈনিক গড়ে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেয়া হয়েছে। মনারচক চালু হলেও পালাটানা থেকে চুক্তিমতো বিদ্যুৎ সরবরাহ চলবে।

Be the first to comment on "ত্রিপুরা আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে বাংলাদেশকে"