নিউজ ডেস্ক : মৌলভীবাজারে সন্ধান পাওয়া দুটি জঙ্গি আস্তানার একটি থেকে থেমে থেমে গুলি ছোড়া হচ্ছে। জঙ্গিদের কবজা করতে দুটি বাড়িই ঘিরে রেখেছে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে যোগ দিতে ঢাকা থেকে যাচ্ছে সোয়াট টিম। এর আগে মৌলভীবাজার পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দুটি ঘেরাও করে রাখে। ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। একের পর এক গ্রেনেড ছুড়েও মারে তারা। রাশেদুল বলেন, রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের কবজা করার সকল চেষ্টা চলছে।
জানা গেছে, ফতেহপুর গ্রামের ওই বাড়িটি গত রাত ১টা থেকে ঘেরাও করে পুলিশ। এরপর আজ সকাল ৭টা ১০ মিনিটের সময় মৌলভীবাজারের এসপির নেতৃত্বে পুলিশ বাড়িটির ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে বোমা ছুড়ে মারে জঙ্গিরা। জবাবে পুলিশ গুলি করলে জঙ্গিরাও পাল্টা গুলি করে। বড়হাটের বাড়িটিও পুলিশ ঘিরে রেখেছে। বাড়ি দুটিতে অভিযান চালানোর জন্য র্যাবকে খবর দেওয়া হয়েছে।
জঙ্গি আস্তানা সন্দেহে আজ বুধবার ভোররাত থেকে দুটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এর মধ্যে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনটি গ্রেনেড ছোড়া হয়েছে। এ ছাড়া গোলাগুলিও চলছে। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান শেষ না হতেই মৌলভীবাজারে এ ঘটনা ঘটল।
Be the first to comment on "থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা"