নিউজ ডেস্ক : দলিত নারীদের এগিয়ে নিতে এবং মূল ধারায় ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম। তিনি বলেন, ইতোমধ্যে দলিত নারীদের জন্য পৃথক বাজেট বরাদ্দের বিষয়টি বাজেট অধিবেশনে উত্থাপিত হয়েছে। এ ছাড়া নারী পাচার, যৌন নির্যাতন, বাল্যবিয়ে, উত্তরাধিকার, প্রাকৃতিক সম্পদে নারীদের সমান অধিকারসহ নির্ধারিত ১৭টি লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত নারী ফেডারেশন এ সভার আয়োজন করে।
নূরজাহান বলেন, জাত-পাতের দোহাই দিয়ে নারীদের সাথে বৈষম্য করা হচ্ছে। এ সময় তিনি দলিত নারীদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ দলিত নারী ফেডারেশন সভাপতি মনি রানী দাসের সভাপিত্বে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনসহ সংগঠনের নেতারা।
Be the first to comment on "দলিত নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার"