নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে ব্রাত্য কেভিন পিটারসেন। দলে ফেরারও আর কোনও সম্ভাবনা নেই। জাতীয় দলে ব্রাত্য হলেও ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। দলে থাকলে কিছুতেই বাংলাদেশ সফরে আসতেন না বলেও মন্তব্য করেছেন পিটারসেন।
ওয়েলিংটন কলেজে নিজের দাতব্য সংস্থা আয়োজিত একটি আবাসিক ক্রিকেট ক্যাম্প পরিদর্শনে গিয়ে পিটারসেন বলেন, ‘আমি দলের সদস্য হলে এই সফর বয়কট করতাম। যদিও আমি মনে করি সফরে যাওয়া ছাড়া ইংলিশ ক্রিকেটারদের কোনও সুযোগ নেই। এটা খুবই কঠিন হবে দলের অন্যান্য সদস্যদের থেকে নিজেকে আলাদা করে নেওয়া।’
পিটারসেন আরও বলেন, ‘এই মুহূর্তে ছয় সপ্তাহের সফরের জন্য বাংলাদেশ ভালো জায়গা নয়। তরুণ ওয়ানডে দলের খেলোয়াড়দের হয়তো বেশি সমস্যা নেই, কিন্তু টেস্ট দলের অপেক্ষাকৃত বয়স্ক সদস্যদের এ ব্যাপারে সমস্যা থাকতে পারে। টেস্ট দলের অনেক সদস্যদের সন্তান আছে। তারা পারিবারিক দায়িত্ববোধটাকেইবাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। আমি জানি অনেক সাংবাদিকও বাংলাদেশে যেতে চায় না।’
২০১৪ সালের অ্যাশেজে হারের পর অধিনায়ক অ্যালিস্টার কুক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সমালোচনা করে ইংল্যান্ড দলে জায়গা হারান পিটারসেন। এরপর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি এই তারকা ব্যাটসম্যানের। দলে ব্রাত্য থাকায় ক্রিকেটারদের মধ্যে তার এই মন্তব্য কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।
দলে থাকলে বাংলাদেশ সফর বয়কট করতাম: পিটারসেন

Be the first to comment on "দলে থাকলে বাংলাদেশ সফর বয়কট করতাম: পিটারসেন"