শিরোনাম

দালাই লামাকে হুঁশিয়ারি করল উলফা

নিউজ ডেস্ক : ভারতের আসামের সশস্ত্র বিদ্রোহী সংগঠন উলফার পরেশ বরুয়ার অনুগামীরা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দলাই লামাকে হুঁশিয়ার করে বলেছে চীনকে উত্তেজিত করবেন না। উলফা (‌আই)‌ গোষ্ঠীর অভিজিৎ আসোমের লেখা চিঠিতে দলাই লামাকে স্পষ্ট বলা হয়েছে, এতে শুধু ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কই নষ্ট হবে না, আপনার প্রিয় তিব্বতও এর ফলে বিপন্ন হবে। কারণ ভারতের পরমাণু অস্ত্র মজুত রাখা আছে আসামের মাটিতে। আর একে প্রতিহত করতে পরমাণু অস্ত্রের পূর্ণ ব্যবহার করতে তৈরি চিনও, যার ফল ভুগতে হবে ভারতসহ তিব্বতকে।

এপ্রিলের ৪ তারিখে অরুণাচলের তাওয়াংয়ে বৌদ্ধ মঠে যাওয়ার কথা ৮১ বছরের বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার। সেই তাওয়াং, যা চীনও নিজেদের এলাকা বলে দাবি করে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুরও দলাই লামার উপস্থিতির সময়ে সেখানে থাকার কথা। তার আগে, ১ এপ্রিস আসাম যাওয়ার কথা দলাই লামার।

উলফার বক্তব্য, দলাই লামার কোনো অনুষ্ঠান অরুণাচলে করা, কিংবা সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি কিছুতেই মেনে নেবে না চীন। অথচ চীনের সঙ্গে আসামের সাংস্কৃতিক ও ভাষাগত মিল অনেক। তাই চীনকে শত্রু করে দেওয়া আসাম তথা ভারতের পক্ষেও ঠিক হবে না।

চীনের হয়ে এই জোরালো কথা উলফার (‌আই)‌ পক্ষ থেকে এই প্রথমবার করা হল। এর আগে চীন কয়েকবার ভারতকে এ নিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে। বিশেষ করে দলাই লামাকে চীন তিব্বতী বিচ্ছিন্নতাবাদী নেতা বলেই মনে করে।

অন্যদিকে, উলফা (‌আই)‌ গোষ্ঠীর নেতা পরেশ বরুয়া দীর্ঘদিন চীনে আশ্রিত বলেই দাবি জানিয়ে আসছে ভারত। পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড এই উলফা নেতাকে মদত দিয়ে চলেছে চীন, এমন মন্তব্য সবসময় করে আসছে দিল্লি, যদিও তা অস্বীকার করেছে বেজিং। এবার সেই পরেশ বরুয়া গোষ্ঠীর পক্ষ থেকেই দলাই লামার বিরুদ্ধে হুঁশিয়ারি এল। হুঁশিয়ারি এল চীনের সঙ্গে সম্পূর্ণ সহমর্মিতা দেখিয়েই।

সূত্র: আজকাল

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দালাই লামাকে হুঁশিয়ারি করল উলফা"

Leave a comment

Your email address will not be published.


*