নিউজ ডেস্ক : বেশ কয়েক দিন ধরে ইন্টারনেটে ভাইরাল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি ছবি। যেখানে রাবতা ছবির পরিচালক-প্রযোজক হোমি আদাজানিয়ার সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে নায়িকাকে। আর এতে টেনশনে পড়ে গেছেন দীপিকার প্রেমিক বলিউড অভিনেতা রণবীর সিং।
ভারতীয় মিডিয়া সূত্রে খবর, হলিউডে এক্সএক্সএক্স-এর শুটিং সেরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রাবতা ছবির শুটিংয়ে গিয়েছিলেন নায়িকা। আর সেখানেই নাকি পরিচালকের সঙ্গে এমন ঘনিষ্ঠ ছবি তোলা হয়েছে। কিন্তু, এই ছবি প্রকাশ্যে আসতেই টেনশনে পড়ে গেছেন রণবীর! কারণ এমন ঘনিষ্ঠ দৃশ্য দেখে প্রেমিক হিসেবে রণবীর সিংয়ের মনের ঘরে ঝড় ওঠাটাই স্বাভাবিক। হয়েছেও তাই।
Be the first to comment on "দীপিকাকে নিয়ে টেনশনে রণবীর"