শিরোনাম

দীপিকার নতুন ভক্ত সাকিব

বিনোদন ডেস্ক :আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) তিনি শাহরুখ খানের দলের অন্যতম ভরসা। দলের মালিককে তার ভালোই লাগে। সম্প্রতি আরও একজনের প্রতি ‘ভালো লাগা’ টের পাচ্ছেন জনপ্রিয় ক্রিকেটার সাকিব অাল হাসান। তার সেই আকর্ষণের নাম দীপিকা পাড়ুকোন। জনপ্রিয় এই বলিউড অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সাকিব।

কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে অলরাউন্ডার সাকিব বলেন, ‘শাহরুখ খানকে আমার সবসময় ভালো লাগে। আমির খানকেও খুব পছন্দ করি। তবে ইদানিং যাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তিনি কিন্তু এই দুই কেউ নন। তিনি দীপিকা পাডুকোন। তার অভিনীত পিকু আমার খুব প্রিয় ছবি।’

তবে সাকিব যেমন কিং খানের ভক্ত, একইভাবে সাকিবেরও অন্যতম বড় ফ্যান শাহরুখ। দীপিকার ক্ষেত্রেও সমীকরনটা একইরকম কি-না, তা অবশ্য জানা যায়নি। তবে দীপিকার পাশাপাশি কাজল ও ক্যাটরিনারও বেশ প্রশংসা করেছেন সাকিব।

basic-bank

Be the first to comment on "দীপিকার নতুন ভক্ত সাকিব"

Leave a comment

Your email address will not be published.


*