নিউজ ডেস্ক : বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের প্রতিশ্রুতিশীল তরুণ কবিদের কবিতা নিয়ে ঢাকা থেকে প্রথমবারের মত প্রকাশিত হয়েছে কবিতা সংকলন ‘কবিতায় এপার ওপার’। সংকলনটি সম্পাদনা করেছেন সাদেক সরওয়ার। এতে কলকাতা এবং বাংলাদেশের সর্বমোট ৩৫জন উদীয়মান কবির ১০৮টি কবিতা প্রকাশিত হয়েছে, যা লেখক সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
বইটির ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ এবং কলকাতার কবি রুদ্র গোস্বামী।
প্রসঙ্গত, পহেলা সেপ্টেম্বর থেকে কলকাতার রবীন্দ্র সদনে শুরু হওয়া দশদিন ব্যাপি ‘বাংলাদেশ বইমেলা’র মঞ্চে আগামী ৪ঠা সেপ্টেম্বর বিকাল ৪টায় বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি রুদ্র গোস্বামী।
বাংলাদেশে বইটি অনলাইনে পাওয়া যাচ্ছে রকমারি ডট কম- এ। বইটির মোড়ক মুল্য- ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন- ধ্রুব এষ। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ।
Be the first to comment on "দুই বাংলার উদীয়মান কবিদের ‘কবিতায় এপার ওপার’"