শিরোনাম

দুই মন্ত্রণালয় ছাড়লেন সু চি

নিউজ ডেস্ক : মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। নতুন সরকারের শিক্ষা এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নেবেন না বলে জানিয়েছেন।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শিক্ষা ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন না, তবে প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এদিকে, দেশটির সংসদে `রাষ্ট্রীয় উপদেষ্টা` পদের জন্য একটি প্রস্তাবনা আনা হয়েছে, নতুন এই পদ প্রধানমন্ত্রীর সমপর্যায়ের।

অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বুধবার ক্ষমতা গ্রহণ করেছে। দুই সন্তান বিদেশি নাগরিক হওয়ায় সাংবিধানিক বিধি-নিষেধের কারণে দেশটির প্রেসিডেন্ট হতে পারেননি তিনি। যদিও তার দীর্ঘদিনের বন্ধু ও মিত্র হতিন কিয়াও প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, তার পরও অন্তরালে থেকে দেশ চালানোর অঙ্গীকার করেছেন সু চি।

সু চির পরিবর্তে দেশটির সাবেক দুই আমলা শিক্ষা ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য মনোনয়ন পেয়েছেন। বিবিসির সংবাদদাতা ইউনুস ফিশার বলেন, মিয়ানমারের সরকারি মন্ত্রণালয় অত্যন্ত আমলাতান্ত্রিক, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের স্বাক্ষর প্রয়োজন হয়।

basic-bank

Be the first to comment on "দুই মন্ত্রণালয় ছাড়লেন সু চি"

Leave a comment

Your email address will not be published.


*