নিউজ ডেস্ক: সন্ত্রাস প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কমিটি গঠন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। জেলা-উপজেলা পর্যায়ে অসম্প্রদায়িক পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এ সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া কমিটি গঠনের পাশাপাশি বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। জোটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ১৪ দলীয় জোটের এক নেতা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের এ শান্তির বাণী প্রচারের জন্য আমরা ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতা নিচ্ছি। আমাদের সঙ্গে সহযোগিতার অংশ হিসাবেই ইসলামী ফাউন্ডেশন আজ (শুক্রবার) সারাদেশে মসজিদে মসজিদে জঙ্গিবাদ বিরোধী খুৎবা দেয়ার অনুরোধ জানিয়েছে।
জানতে চাইলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, ১৪ দলের কার্যক্রমের অংশ হিসেবে আমাদের প্রতিরোধ সপ্তাহ শুরু হয়েছে। এরই অংশ হিসাবে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি করা হচ্ছে।
তিনি বলেন, জেলা কমিটিতে একজন সভাপতি, ১৭ জন সহ-সভাপতি এবং একজন সদস্য সচিব থাকবেন। উপজেলা কমিটিতে একজন সভাপতি, ১০ জন সহ-সভাপতি ও একজন সদস্য সচিব। ইউনিয়ন কমিটিতে একজন সভাপতি, ছয়জন সহ-সভাপতি ও একজন সদস্য সচিব এবং ওয়ার্ড কমিটিতে একজন সভাপতি, তিনজন সহ-সভাপতি ও একজন সদস্য সচিব থাকবেন। এছাড়াও প্রত্যেক কমিটিতে সদস্য সংখ্যা অনেক হতে পারে।
শিরিন আখতার আরো বলেন, কমিটির সদস্যদের নিয়ে আমরা দেশের বিভিন্ন স্তরের মানুষদের জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করবো। জনগণ সচেতন হলেই আমাদের জঙ্গিবাদ মোকাবেলা সহজ হবে।
লক্ষীপুর ও রামগঞ্জ জেলায় ইতোমধ্যেই সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জোটের শরিক দল তরিকত ফেডারেশন মহাসচিব এম এ আউয়াল।
জোটের অপর শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি (একাংশ) শরীফ নুরুল আম্বিয়া বলেন, প্রতিরোধ সাপ্তাহে আমরা সারাদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মিছিল-সমাবেশ করবো। পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় অসাম্প্রদায়িক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের সমন্বয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করা হবে।
লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক (পিঙ্কু) বলেন, গতকাল (বৃহস্পতিবার) রামগঞ্জ উপজেলায় আমাদের বর্ধিত সভা ছিল। সভার আগে ১৪ দল নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা কমিটি গঠন করেছি।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম বলেন, গতকাল (বৃহস্পতিবার) ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করে আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করেছি। এরই অংশ হিসাবে সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে ১৪ দলীয় জোটের বরিশাল মহানগরে সমন্বয়ক করা হয়েছে। আমরা আমাদের ওয়ার্ড ও মহানগর প্রতিরোধে পূর্ণাঙ্গ কমিটি করার প্রক্রিয়া শুরু করেছি। দুই-একদিনের মধ্যে কমিটি গঠন করা হবে। জোটের কর্মসূচির অংশ হিসেবে চলতি সপ্তাহে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করবো।
উল্লেখ্য, রাজধানীর গুলশান হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা ও কিশোগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারাদেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের ঘোষণা দেয় ক্ষমতাসীন জোট। গত ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলীয় জোটের সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সমাবেশ থেকে সারাদেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহ্বান জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
এর আগে গত ১৯ জুন রাজধানীতে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে দেশব্যাপী গুপ্তহত্যা প্রতিরোধে সারাদেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় ১৫ জুলাই থেকে ২১ জুলাই প্রতিবাদ সাপ্তাহ পালনের আহ্বান জানিয়েছিল ১৪ দল।
Be the first to comment on "দেশব্যাপী ১৪ দলের সন্ত্রাস প্রতিরোধ কমিটি"