নিউজ ডেস্ক : দেশের প্রয়োজনে আমাদের মেধা আমরাই সৃষ্টি করছি। দেশের উন্নয়নে যে দক্ষ ও উদ্ভাবনী জনশক্তি দরকার তা দেশেই সৃষ্টি করতে সব ধরনের প্রচেষ্টা সরকার অব্যাহত রেখেছে। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছি, বিশাল সমুদ্রসম্পদ সুরক্ষা আমাদেরই করতে হবে, আমরা পদ্মা সেতু নির্মাণ করছি, আমরা গড়ে তুলছি নিজেদের বিদ্যুৎ প্রকল্প আর এসব ক্ষেত্রেই আমাদের প্রয়োজন মেধাবী, দক্ষ, প্রশিক্ষিত জনশক্তি। যা নিজেদেরই উৎপাদন করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি ২০১৩ ও ২০১৪ সালে পদক অর্জনকারী ২৩৩ জনের হাতে পদক ও সনদ তুলে দেন। আর বক্তৃতার শুরুতেই বলেন, স্বাধীনতার এই মাসে দেশের কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে পেরে আমি গৌরব বোধ করছি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব আজ এগিয়ে চলেছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে চলবে এটাই আমাদের প্রত্যাশা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগগুলোর কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তার দেখানো পথই আমরা আমাদের শিক্ষার বিস্তার করে চলেছি।
মেধাবীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চার্চা ও উদ্বোধনী শক্তির বিকাশ ঘটাতে হবে। কারিগরি শিক্ষা ও গবেষণা উন্নয়ন করতে হবে। শেখ হাসিনা বলেন, তোমরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেবে। মনে রাখতে হবে- এই দেশ স্বাধীন দেশ। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচব। দেশের শিক্ষক সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতিকে গড়ে তোলার বিরাট দায়িত্ব শিক্ষকদের। আপনারা মানুষ গড়ার কারিগর। শুধু শিক্ষার্থীদেরই নয়, আপনাদের জ্ঞান, বুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ছেলেমেয়েদের তৈরি করবেন।
Be the first to comment on "দেশের প্রয়োজনে দেশেই মেধা সৃষ্টি করছি : প্রধানমন্ত্রী"