শিরোনাম

দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণ ঝুঁকিতে : সংসদে এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্ক : বর্তমানে দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণ জনিত ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০৩ সালের জরিপে ২৯ ভাগ নলকুপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গিয়েছিল। সরকারের গৃহীত বিভিন্ন নিরসন কার্যক্রম বাস্তবায়নের ফলে বর্তমানে আর্সেনিক ঝুঁকি কমেছে।

শনিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সরকারি দলের অপর সদস্য ডা. মো. এনামুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানী ঢাকা শহরের বর্জ্য দিয়ে বিদ্যুত উৎপাদন কেন্দ্র নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিদ্যুত কেন্দ্র নির্মাণের পর ঢাকাসহ পাশ্ববর্তী এলাকার বর্জ্য সংক্রান্ত সমস্যা থাকবে না বলে আশা করা যায়।

আর্সেনিক প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক ২০০৩ সালে সমগ্র দেশের ২৭১ উপজেলায় ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ২৯ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত ( ৫০ পিপিবির ওপরে) আর্সেনিক পাওয়া গেছে। আর্সেনিক ঝুঁকিপুর্ণ জনসাধারণকে রক্ষায় সরকার পদক্ষেপ অনুযায়ী পল্লী এলাকার প্রতি ৮৮ জনের জন্য একটি পানির উৎস নিশ্চিত করা হয়েছে। পানি সরবরাহের কভাররেজ ৮২ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে ৮৮ভাগ এ উন্নীত হয়েছে।  বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২০০টির অধিক গ্রামকে পাইপলাইনের মাধ্যমে  পানি সরবরাহের আওতায় আনা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণ ঝুঁকিতে : সংসদে এলজিআরডি মন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*