শিরোনাম

দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: স্পিকার

নিউজ ডেস্ক : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আজ সংসদ ভবনে হং তাওতেজ-এর নেতৃত্বে সফররত ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস এন্ড লাভ (এফওডব্লিউপিএএল)-এর ২১ সদস্যের প্রতিনিধিদল তার সাথে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা বিশ্ব শান্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে ৭ ভাগ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে এবং অর্থনৈতিক ও সামাজিক সূচকে অগ্রগতি সাধন করেছে। ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস এন্ড লাভ প্রতিনিধিদল বলেন, বিশ্ব শান্তি, সুবিচার ও মানুষে মানুষে ভালবাসা অক্ষুন্ন রাখার জন্য বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা অপরিহার্য। স্পিকার বিশ্ব শান্তির অপরিহার্য়তা তুলে ধরে বলেন, প্রত্যেক মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় এবং এটি মানুষের অন্যতম অধিকার।

তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং উন্নত জীবন ব্যবস্থার মাঝে শান্তি বিরাজমান। স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশে দারিদ্রের‌্য হার শতকরা ৪৪ ভাগের স্থলে ৪২ ভাগে নেমে এসেছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*