শিরোনাম

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কামড়ে দেয়া হলো গৃহবধুকে

নিউজ ডেস্ক : ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কামড়ে দুই হাতের কনুইতে ক্ষত করে দেয়া হয়েছে। এরপরও দমেনি লম্পট জাহাঙ্গীর খন্দকার। শ্লীলতাহানির শিকার গৃহবধু প্রথমে লোক-লজ্জায় কাউকে জানায়নি। কিন্তু উত্যক্তপনায় অতিষ্ঠ হয়ে অবশেষে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এখন জাহাঙ্গীর এলাকা থেকে সটকে পড়েছে। কলাপাড়া পৌরশহর লাগোয়া বঙ্গবন্ধু কলোনীতে ঘটেছে ঘটনাটি। লিখিত অভিযোগে জানা গেছে, পড়শি জাহাঙ্গীর উত্যক্ত করে আসছিল ওই গৃহবধুকে। ১১ এপ্রিল ভোর রাতে ঘরে প্রবেশ করে ঝাপটে ধরে ধর্ষন চেষ্টা চালায় জাহাঙ্গীর। গৃহবধুও প্রতিরোধ করে তাকে ঝাপটে ধরে লোকজন ডাকতে থাকে। এসময় দুই হাতে কামড় দিয়ে ক্ষতের সৃষ্টি করে জাহাঙ্গীর পালিয়ে যায়। কলাপাড়া থানার এসআই ইদ্রিস আলী জানান, জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে পলাতক রয়েছে।

basic-bank

Be the first to comment on "ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কামড়ে দেয়া হলো গৃহবধুকে"

Leave a comment

Your email address will not be published.


*