নিজস্ব প্রতিবেদক : ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ৩০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ প্রাপ্তির পর এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশও দেয়া হয়। বুধবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটকারী সংগঠনের পক্ষে শুনানি করেন এ্যাাডভোকেট মনজিল মোরসেদ। হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ মার্চ হাইকোর্ট ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখলদারের তালিকা চেয়ে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়।ওই নির্দেশ মোতাবেক ঢাকার ডিসি ও ডিআইডব্লিউটিএ হাইকোর্টে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে অবৈধ স্থাপনা, মাটি ভরাট ও অবৈধ দখলদারীদের নামের তালিকা তুলে ধরা হয়।
Be the first to comment on "ধলেশ্বরী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ"