নিউজ ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। একটা সময় নাটক, টেলিছবি, বিজ্ঞাপনে সমানতালে কাজ করেছেন। কিন্তু এখন মৌ ভক্তরা তাকে আগেরমত নিয়মিত পর্দায় দেখতে পান না। সম্প্রতি দীর্ঘ দুইবছর পর ডেকো স্টিক নুডুলস-এর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন।
এরপর স্কয়ার গ্রুপের ফ্রিজের নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আজ থেকে তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শুটিং শুরু হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন টিটু রহমান।
এদিকে প্রোডাকশন হাউজ পোস্ট অফিসের ব্যানারে বিজ্ঞাপটি নির্মিত হচ্ছে। এতে মেকআপশিল্পী হিসেবে কাজ করছেন মনির হোসেন। আগামীকাল পর্যন্ত শুটিং চলবে।

Be the first to comment on "নতুন বিজ্ঞাপনে মৌ"