নিউজ ডেস্ক: গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় জড়িতদের বাড়িভাড়া দেয়া ও তথ্য গোপন রাখার দায়ে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এস এম গিয়াস উদ্দিন আহসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার গিয়াস উদ্দিন আহসানের আইনজীবী আরফান উদ্দিন তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ১৬ জুলাই রাজধানীর বারিধারা থেকে গিয়াস উদ্দীনকে জঙ্গিদের বাড়িভাড়া দিয়ে মদদ ও পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। ১৭ জুলাই ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান তাকে আট দিনের রিমান্ড প্রদান করেন। ২৬ জুলাই আট দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
Be the first to comment on "নর্থ সাউথের উপ-উপাচর্যের জামিন নামঞ্জুর"