শিরোনাম

নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান, তামিমসহ নিহত ৩

নিউজ ডেস্ক :  নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে ‘নব‌্য জিএমবি’র শীর্ষ নেতা কানাডাপ্রবাসী পুরস্কার ঘোষিত জঙ্গি তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন। অন্য দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

নারায়ণগঞ্জ থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। জঙ্গি আস্তানা থেকে কমপক্ষে পাঁচটি গ্রেনেড নিক্ষেপ করে তারা।
কানাডাপ্রবাসী বাংলাদেশি তামিম গুলশান হামলার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ দাবি করে আসছে। তিনি বাংলাদেশে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

গুলশান হামলার পর বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছিল পুলিশ। এরই সূত্র ধরে শনিবার ভোরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় একটি ভবন ঘিরে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।

ভোর থেকে ঘিরে রাখার পর সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ভবনটির ভেতরে ঢুকতে চাইলে গোলাগুলি শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে থাকা তামিমসহ তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন।

গুলশান হামলার পর ‌ঢাকার কল‌্যাণপুরে এই ধরনের এক অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছিলেন।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযান, তামিমসহ নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*