শিরোনাম

নারায়ণগঞ্জের জঙ্গি বাড়ির মালিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার যে বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গি নেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন, তার মালিককে ভাড়াটিয়ার তথ‌্য গোপনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক রবিবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা করার প্রস্তুতি চলছে। তাকে তথ‌্য গোপনের অভিযোগে আমরা গ্রেপ্তার করেছি।”

জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে শনিবার ভোরে পাইকপাড়ার কবরস্থান এলাকার নরুউদ্দিন দেওয়ানের তিনতলা বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস‌্যরা। পরে র‌্যাবসহ অন‌্য বাহিনীগুলোও অভিযানে যোগ দেয়।

এক ঘণ্টার অভিযান শেষে ওই আস্তানায় পুলিশের গুলিতে ‘নব‌্য জেএমবি’র প্রধান গুলশান হামলার ‘হোতা’ তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হন।

অভিযান শেষে বাড়ির মালিক নুরুউদ্দিন দেওয়ান এবং তার স্ত্রী ও তিন ছেলেসহ ১০ জনকে আটক করে পুলিশ।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, তামিমরা গত ২ জুলাই ওই বাড়ির তৃতীয় তলার ফ্ল‌্যাট ভাড়া নিয়েছিলেন বলে ভবন মালিক নুরুউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন।

 “বাসা ভাড়া নেওয়ার সময় তারা বলেছিল, তারা আগে একমি ল‌্যাবরেটরিজে কাজ করত। এখন ওষুধের ব‌্যবসা করছে- এই পরিচয় দিয়ে তারা দুজন বাড়ি ভাড়া নেয়। তবে সেখানে যে তিনজন থাকত, তা বাড়ির মালিক জানতেন।”

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ‘নিরাপদ মনে করে’ ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে আস্তানা গড়ে তোলেন জঙ্গি নেতা তামিম। বিদেশিদের ওপর হামলার ‘পরিকল্পনা ছিল’ তাদের।

পুলিশ ওই এলাকার বিভিন্ন বাড়িতে ‘ব্লক রেইড’ চালাচ্ছে এবং নজরদারি বাড়ানো হয়েছে বলে মঈনুল হক জানান।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নারায়ণগঞ্জের জঙ্গি বাড়ির মালিক গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*