নিউজ ডেস্ক : বৈধ ও অবৈধ অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে অভিযোগ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছে বিএনপি।
শুক্রবার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী গতবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তখন তিনি সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছিলেন। এবার সরকারদলীয় প্রার্থী হওয়ায় তিনি বলছেন সেনাবাহিনীর প্রয়োজন নেই।
রিজভীর অভিযোগ, ‘সরকারি মেকানিজম’ নিজের পক্ষে থাকবে বলেই আইভী সেনাবহিনীর কথা বলছেন না।
অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা নিয়ে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।
Be the first to comment on "নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়নের দাবি বিএনপির"