নিউজ ডেস্ক : নারী ভক্তদের ভালোবাসা এড়াতে এবার নারী দেহরক্ষী নিয়োগ করেছেন শাহরুখ খান। এ কথা জানিয়েছেন শাহরুখ নিজেই। শাহরুখের অভিজ্ঞতা এমন যে, প্রায়ই তার শরীরে নারী ভক্তদের নখের চিহ্ন পাওয়া যায়। এ নিয়েই সমস্যা।
শাহরুখ হাসতে হাসতে জানান, নারীদের নখ অপেক্ষাকৃত সুন্দর ও বড়। সেগুলো আঘাত করতেও ভালোবাসে! শরীরে নখের চিহ্ন নিয়ে আগে স্ত্রী প্রশ্ন করতেন। এ নিয়ে শুধু সময়ই ব্যয় হয়। এখন তার কন্যাও বড় হয়েছে।
তাই মেয়ে ভক্তদের হামলা এড়াতে নারী দেহরক্ষী নিয়োগ দিয়েছেন বলিউড বাদশা। কিন্তু কতোটা রক্ষা পাবেন পর্দার রাজ? সিমরানরাতো চিরকালই সিমরান, রাজভক্ত!
Be the first to comment on "নারী ভক্ত ঠেকাতে নারী দেহরক্ষী!"