নিউজ ডেস্ক : মৌলভীবাজারের নাসিরপুরের বাগানবাড়িতে জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাকর শেষাংশে চূড়ান্ত হানা দিয়েছে সোয়াট। বেলা ১১টা ৫৫ মিনিট থেকে গুলি শুরু হয় বাড়িটিকে লক্ষ্য করে। এর প্রায় ঘণ্টাখানেক পর বিকট শব্দে গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি গাড়ি। পুলিশের একজন কর্মকর্তা বলেন, সোয়াট চূড়ান্ত অভিযান চালিয়ে আরও নিশ্চিত হবে যে ভেতরে কেউ আছে কিনা। প্রথম পর্বর অভিযানে বুধবার রাতে বাড়িটিকে ঝাঁজরা করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযানে প্রথম আক্রমণের পর কয়েকঘণ্টা অপেক্ষা করা হয়। ভেতরে কেউ বেঁচে রয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য। তবে ওই পর্বর অভিযানের পর বাগানবাড়িটি থেকে কারো সাড়া-শব্দ পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই তুমুল বৃষ্টির কারণে সোয়াট টিম ফের অভিযান শুরু করতে পারছিল না। বেলা ১১টার দিকে বৃষ্টি কমে এলে অভিযানের প্রস্তুতি শুরু হয়। ১১টা ৫৫ মিনিটে বাগানবাড়ি থেকে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। তার আগে বেলা পোনে ১২টায় বাগানবাড়িতে উপস্থিত হয় ক্রাইম সিন ইউনিটের গাড়ি। এরপর ১২টা ৫ মিনিটে এখানে আসেন সিআইডির কর্মকর্তারা। প্রায় ঘণ্টাখানেকের মাথায় বিকট শব্দে শোনা যায় বোমা বিস্ফোরণ। র্যাব ও বাহিনীর বম্ব ডিসপোজাল টিমও রয়েছে এলাকায়। সোয়াট টিমের চূড়ান্ত অভিযান শেষে পুলিশের কাছে বাড়িটি হস্তান্তর করা হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
Be the first to comment on "নাসিরপুরে সোয়াটের চূড়ান্ত হানা, গুলি-বোমার শব্দ"