নিউজ ডেস্ক: মডেল ও অভিনয়শিল্পী রোমানা খান আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। তা পুরুনো খবর। পাত্র এলিন রহমান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ব্যবসায়ী।
গত বছরের ৭ আগস্ট নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস, প্রিয়া ডায়েস ও মডেল মিলা হোসেন।
এর আগে তিনি প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে আবার ঢাকার আরেক ব্যবসায়ীর সঙ্গে ঘর বাঁধেন। তিনি হলেন সাজ্জাদ হোসেন। গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত সাজ্জাদ জানালেন রুমানা তার সঙ্গে চরমতম অন্যায় করেছেন। অকপটেই বলেন, ইচ্ছে করলে আমি রুমানার বিরুদ্ধে মামলা করতে পারি। কিন্তু ও তো আসলে একটা বেশ্যা। তাই এসব কিছু করতে চাচ্ছি না। আমাদের এখনো তালাক হয়নি। এ অবস্থায় আবারো বিয়ে করে সে প্রমাণ করলো কতটা খারাপ চরিত্রের। তিনি আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হয় এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। আর এটি এলিনের দ্বিতীয় বিয়ে।
এদিকে, নানা বিতর্কের মধ্য দিয়ে পাড় করা রোমানার নতনু কেলেংকারিও ফাঁস হয়ে গেছে। বেড়াতে কানাডায় গিয়েছিলেন তিনি কয়েকদিন আগে। সেখানে গিয়ে ঢাকার অন্য এক ব্যবসায়ীর সঙ্গে রাত কাটানোর ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় সংসারে রীতিমত আগুন লেগেছে।
Be the first to comment on "নায়িকা রোমানার নতুন কেলেংকারি ফাঁস"