নিখোঁজদের তালিকা প্রকাশ করলো র‌্যাব

নিউজ ডেস্ক: সারাদেশে নিখোঁজ রয়েছে এমন ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‌্যাবের ফেসবুক পেইজে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা প্রকাশ করে বলা হয়, র‌্যাব কর্তৃক দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক কালের নিখোঁজ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হলো। এ সকল ব্যক্তির খোঁজ জানতে পারলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প/ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মোবাইল: ০১৭৭৭৭২০০৫০
ফেসবুক: https://www.facebook.com/rabonlinemediacell/
ই-মেইল: cybercrime@rab.gov.bd

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নড়েচড়ে বসেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারাদেশ থেকে নিখোঁজ হওয়া তরুণদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা। এর আগে নিখোঁজ ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় ২৬১ জন নিখোঁজের তালিকা প্রকাশ করলো র‌্যাব।

নিখোজদের তালিকা দেখতে হলে এই লিংকে ক্লিক করুন
https://drive.google.com/file/d/0B8Vld2wqAu4kZjBZbFF6R0xvSHc/view?pref=2&pli=1

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নিখোঁজদের তালিকা প্রকাশ করলো র‌্যাব"

Leave a comment

Your email address will not be published.


*