নিউজ ডেস্ক : মৌনতা ভাঙলেন রাধিকা আপ্তে। শুধু ভাঙলেন বললে ভুল, প্রবলভাবে ভাঙলেন এবং সাবলীল স্ট্রেট ব্যাটে বাউন্ডারির বাইরে উড়িয়ে দিলেন সব বিতর্ককে। মুখ খুললেন ‘পার্চড’-এ তার লিক হওয়া নগ্ন দৃশ্য নিয়ে। সরাসরি বলে দিলেন, “অভিনেত্রী হিসেবে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই। বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্র করে আমি সেই সুযোগও পাচ্ছি। আর ‘পার্চড’-এর কোন দৃশ্য তো লিক হয়নি। বরং ছবিটা তো বিদেশে মুক্তি পেয়েছে। আর নেগেটিভ কমেন্টের ভয় আমি পাই না। চুপ করে থাকলেও তো লোকে নেগেটিভই বলবে। আমি যেটা বিশ্বাস করি সেটাই করেছি। ডবল স্ট্যান্ডার্ড হতে পারব না।”
এক্ষেত্রে ওই ছবিতে রাধিকার সহ অভিনেতা আদিল হোসেনের বক্তব্যটিও খুব গুরুত্বপূর্ণ। এই ‘লিক’ হওয়া দৃশ্যের বিষয়ে আদিল বলেছেন, ‘ভিডিওর টাইটেল দেওয়া হয়েছে রাধিকা আপ্তের সেক্স সিন। এখানে কিন্তু আদিল হুসেনের সেক্স সিন নাম দেওয়া হয়নি। নামকরণেই স্পষ্ট, কোন পুরুষ যখন এমন সিন করেন তাতে দোষ নেই। কিন্তু কোন মহিলা করলেই তা চর্চার বিষয় হয়ে যায়। আর এমনটা শুধুমাত্র সেক্স সিনের ক্ষেত্রেই হয়।’ আদিল সত্যিই আধুনিক মানসিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু রাধিকা তার এই মন্তব্যের মাধ্যমে যেন প্রতিবাদ জানালেন।
সূত্র: জি নিউজ
Be the first to comment on "নিজের নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা"