নিউজ ডেস্ক : প্রিয়াঙ্কার সৌন্দর্যে রাতের ঘুম উড়ে গেছে হাজারও পুরুষের। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া তাঁর শরীরের কোন অংশটাকে সবচেয়ে সুন্দর? কেউ বলেন তাঁর চোখ, কেউ বলেন তাঁর ঠোঁট। তবে প্রিয়াঙ্কার উত্তরটা শুনলে অবাকই হতে হবে। প্রিয়াঙ্কা মনে করেন, তাঁর ভুরুই সবচেয়ে সুন্দর। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি কিন্তু ভুরু নিয়েই সবচেয়ে বেশি গর্ববোধ করি। শৈশব থেকেই আমার ভাইবোনরা বলতো, আমার ভুরু নাকি খুব সুন্দর। পরে দেখেছি সেটা মিথ্যা নয়। ভুরুর পরিচর্যার জন্য খুব একটা পরিশ্রম করতে হয় না।’ পিগি চপস আরও বলেছেন, ‘যে যেমনই দেখতে হন না কেন, সেটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। মানুষের আসল সৌন্দর্য তাঁর মনে। মন সুন্দর হলে সেই সৌন্দর্য শরীরে ফুটে উঠবেই।’
সূত্র: আজকাল
Be the first to comment on "নিজের সৌন্দর্য নিয়ে কী বললেন প্রিয়াঙ্কা?"