নিউজ ডেস্ক : ক্রটি সারিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের পর নিরাপদে হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৭৭ বিমানটি বাংলাদেশ সময় রবিবার রাত ১১টা ৫ মিনিটে বুদাপেস্টে পৌঁছায়।
পানি সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সকাল ৯টা ১৪ মিনিটে বাংলাদেশ বিমানের বিবিসি ১০১১ (বিজি১০১১) ফ্লাইটে বুদাপেস্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
বিমান বহরে ‘রাঙা প্রভাত’ নাম পাওয়া বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জন যাত্রী এবং ২৯ জন ক্রু ছিলেন।
তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ছিলেন।
যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় বিমানটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি সারিয়ে টেস্ট রান দেখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বিমানটি সবাইকে নিয়ে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে রবিবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বুদাপেস্টের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
Be the first to comment on "নিরাপদে বুদাপেস্টে পৌঁছেছেন প্রধানমন্ত্রী"