নিউজ ডেস্ক ॥ নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল এলাকা থেকে হারিয়ে গেছে পচাত্তর বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা। গত মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে নিখোঁজ রয়েছেন আজিয়া বেগম নামের ওই বৃদ্ধা। বৃদ্ধার মেয়ে খাশিয়াল গ্রামের দিনমজুর জিল্লাল মোল্যার স্ত্রী ফতেমা বেগম জানান, ‘আমার মা ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ্য ও মানষিক ভারসাম্যহীন অবস্থায় আমার কাছে থেকে জীবনযাপন করছিলেন। ঘটনার দিন মঙ্গলবার কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিকটাত্মীয়সহ বিভিন্ন জায়গার তারে খোজ করেও পাওয়া যায় নাই। বৃদ্ধার গায়ের রং ফর্সা। মাথার চুল শতভাগ পাকা। গোলগাল চেহারা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল প্রিন্টের শাড়ী। তার উচ্চতা অনুমান ৫ফুট ৪ ইঞ্চি।
কোন স্বহৃদয়বান ব্যক্তি খোঁজ পেলে ০১৭৯০৮৬৪৫০১, অথবা সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব, লোহাগড়া, নড়াইল। মোবাইল ০১৯১১৬৫৪২৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Be the first to comment on "নড়াইলের খাশিয়াল থেকে মানষিক ভারসাম্যহীন বৃদ্ধা হারিয়ে গেছে"