নিউজ ডেস্ক॥ নড়াইল সদর উপজেলার নিধুখোলা গ্রামের একটি বাগানের মধ্য থেকে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক নবজাতক (কন্যা শিশু) কে উদ্ধার করেছে স্থানীয়রা।
জানা গেছে, নড়াইল সদর উপজেলার নিধুখোলা গ্রামের পাকা রাস্তার অদুরে বাগানের মধ্যে কাপুড়ে পেচিয়ে শিশুটিকে রেখে যায় তার স্বজনেরা। স্থানীয়রা শিশুটির কান্না শুনে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিশুটির দেখাশোনা করছে।
প্রত্যেক্ষদর্শী এক যুবক মলয় জানান, একজন পুরুষ ও একজন মহিলা একটি মটরসাইকেলে এসে শিশুটিকে এখানে ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ফিরোজা বেগম বলেন, একটি শিশুর কান্না শুনতে পায় তারা। এসে দেখি শিশুটির নাড়ী এখনও কাটা হয়নি। ইউপি সদস্য মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি দুপুরে একটি মটরসাইকেলে এসে এক জন পুরুষ এবং একজন মহিলা নবজাতকটিকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। তিনি আরও বলেন শিশুটিকে নড়াইল সদর সাহপাতালে পাঠানো হয়েছে।
Be the first to comment on "নড়াইলে বাগান থেকে নবজাতক উদ্ধার"