নিউজ ডেস্ক॥ নড়াইল ও লোহাগড়াবাসীর সার্বিক নিরাপত্তার জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। নড়াইল ও লোহাগড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন করে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সিডনিশান ইন্টারন্যাশনাল এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে দাহুয়া-সিডনিশান সেন্টারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা ও সিডনিশান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সাগর টিটো। এ সময় আরও উপস্থিত ছিলেন- নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক। ইতোমধ্যে নড়াইল শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফাইবার অপটিকস্ ক্যাবল টানানোর কাজ শেষ হয়েছে। আগামী ২০ ডিসেম্বর এসব স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে স্থাপিত সিসিটিভি মনিটরিং করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায় মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিন্দদ্বীতা করছেন।
Be the first to comment on "নড়াইল-লোহাগড়া-২ আসনে সিসিটিভি স্থাপনে মাশরাফির চুক্তি স্বাক্ষর"