নিউজ ডেস্ক॥ নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে একক প্রার্থী ঘোষনা করার দাবীতে শনিবার (১লা ডিসেম্বর ) দুপুরে সংবাদ সম্মেলন করেছে নড়াইল সদর, কালিয়া ও নড়াগাতি উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
জানা গেছে নড়াইল শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ জাপল, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক ওমর ফারুক, নড়াগাতি উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান।
বক্তারা বলেন, নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয়ভাবে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। পরে একই আসন থেকে সাবেক আ’লীগ সমর্থীত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এবং এস কে এম সাজ্জাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।
বক্তাদের দাবী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলেন। এবং মনোনয়ন পেলে বিজয়ী হবেন। তাই তাকে একক প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আর্কষন করেন।
Be the first to comment on "নড়াইল-১ আসনে বিএনপির বিশ্বাস জাহাঙ্গীরকে একক প্রার্থী ঘোষনার দাবীতে সংবাদ সম্মেলন"